শনিবার ১৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম জয়ে চাকা ঘুরতে শুরু করেছে। তারপর চেন্নাইনের মাটিতে জোড়া জয়ে লিগের লাস্টবয় থেকে দু'ধাপ ওপরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠে সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে লড়াই। তবে ওড়িশা ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল মিনি হাসপাতাল। নেইয়ের তালিকা লম্বা। চোটের কবলে দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, সল ক্রেসপো, হেক্টর ইউস্তে, নন্দকুমার শেখর, প্রভাত লাকরা এবং নিশু কুমার। তারমধ্যে শেষজন বেশ কয়েকদিন ধরেই বাইরে। প্রথম একাদশ তো নয়ই, পরিস্থিতি যা তাতে ডিয়ামানটাকোস, ক্রেসপোর আঠারো জনের দলে থাকার সম্ভাবনা নেই বলাই যায়। বুধবার সকালে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি ইউস্তে। আলাদা রিহ্যাব করেন। তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখেন অস্কার ব্রুজো। তবে আঠারো জনের দলে থাকবেন।
শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে নামার আগে চোট-আঘাতের তালিকা নিয়ে দ্বিধায় রাখলেন অস্কার। তবে কোনও অজুহাত দিতে চান না। আধ ডজন প্লেয়ারের না থাকা নিয়েও হাহুতাশ করতে চান না অস্কার। এই পরিস্থিতির ইতিবাচক দিক দেখছেন। তারকা প্লেয়ারদের অনুপস্থিতিতে জুনিয়রদের নিজেদের প্রমাণ করার সুযোগ। স্থানীয়দের ওপর পূর্ণ আস্থা রাখছেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'আমার কাজ প্লেয়ারদের মোটিভেট করা। আমি কোনও অজুহাত দিতে চাই না। নেতিবাচক মনোভাব নিয়ে থাকতে পছন্দ করি না। এই পরিস্থিতির ইতিবাচক দিকটা কাজে লাগাতে চাই। যারা কাল খেলার সুযোগ পাবে, তাঁদের নিজেদের প্রমাণ করার পালা। স্থানীয় ফুটবলারদের নিজেদের মেলে ধরতে হবে। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা ওড়িশার বিরুদ্ধে ছটা ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল কোচ হিসেবে আমার ওড়িশার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। আমরা কাল একটা নতুন চ্যাপ্টার লেখায় চেষ্টা করব। ঘরের মাঠে জেতার চেষ্টা করতে হবে। নিজেদের ওপর বিশ্বাস আছে। বর্তমানে আমরা ছন্দে আছি। তবে এটা যথেষ্ট নয়। আমাদের টেবিলের ওপরের দিকে উঠতে হবে। অনেকদূর যেতে হবে। তিনটে হোম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওড়িশার কাছে হারতে হয়েছিল। তারওপর ছন্দে রয়েছে লোবেরার দল। রয় কৃষ্ণ না থাকা সত্ত্বেও গোল পেতে কোনও সমস্যা হচ্ছে না। হুগো বুমোস, দিয়েগো মরিসিওরা রয়েছেন। ২৩ গোল করে ফেলেছে ওড়িশা। তাতে ঘাবড়াচ্ছেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। উল্টে পাল্টা হুঙ্কার দিয়ে রাখলেন। তুলনা টানলেন নর্থ ইস্ট ম্যাচের। অস্কার বলেন, 'নর্থ ইস্টও প্রচুর গোল করে আমাদের সঙ্গে খেলতে এসেছিল। কিন্তু এখানে গোল করতে পারেনি। আমাদের নিজের ইউনিটের ওপর ভরসা আছে। ডিফেন্স সংগঠনের কাছে আটকে গিয়েছিল। এটাই আমাদের বাড়তি ফুয়েল দেবে। ওরা পেছন থেকে আক্রমণ করে। বুমোস ক্রিয়েটিভ প্লেয়ার। মরিসিও আগের বছরের তুলনায় ছন্দে আছে। দুই কোচের মধ্যে ট্যাকটিক্যাল লড়াই হবে। ওরা চাইবে আমরা হাই প্রেসিং ম্যাচ খেলি। আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক ম্যাচে ইস্টবেঙ্গল গোল করছে।' বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রাক ম্যাচ প্রস্তুতি সারে লাল হলুদ ব্রিগেড। এদিন অনুশীলনে হাজির ছিলেন না ডিয়ামানটাকোস এবং ক্রেসপো। ঘরের মাঠে ট্যাকটিক্যাল লড়াইয়ে বাজিমাত করতে চান অস্কার। আইএসএলের ইতিহাসে এই প্রথম জয়ের হ্যাটট্রিকের হাতছানি ইস্টবেঙ্গলের কাছে।
#East Bengal#Oscar Bruzon #Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু, শেষ চারে সাত্ত্বিক-চিরাগ...
সন্তোষ জয়ীদের সংবর্ধনা ইস্টবেঙ্গলের, শিবিরের পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী...
গোল মিসের খেসারত, জয়ের হ্যাটট্রিকের পর জামশেদপুরে আটকে গেল মোহনবাগান...
কোর্টে শ্বাসকষ্ট, ইনহেলার নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জকোভিচ ...
বিতর্ক এড়াতে বাদ গম্ভীর, কবে ঘোষণা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? ...
লন্ডনে সারছেন রিহ্যাব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী পিসিবি ...
মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা...
ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...
বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...
আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...
রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...
তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...
পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...
ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...
গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...